পাসওয়ার্ড মনে নাই ?

Thursday

আপনি দীর্ঘ দিন ধরে একটা ব্রাউজার ব্যাবহার করে যাচ্ছেন, আপনার মেইল বা অন্য কোন গুরুত্বপূর্ণ সাইটের পাসওয়ার্ড মনে থাকে না বলে “remember me ”দিয়ে রেখেছেন,দীর্ঘ দিন পর আপনার পাসওয়ার্ড টি কিছিল তা মনে নাই। তাহলে উপাই? উপাই তো আছেই। আপনি সহজেই আপনার হারান পাসওয়ার্ডটি দেখতে পারবেন।
আপনি যদি ক্রম ব্রাউজার ব্যাবহার করেন তাহলে আপনার মেইলের লগইন পেজে যান ও ctrl+shift+I চাপুন, তাহলে ক্রম ডেভ টুল আসবে, এই ক্রম টুলের সাহায্যে আপনি আপনার পাসওয়ার্ড টি দেখতে পারবেন। নিচের চিত্রটি দেখুন...



আপনি যদি ইন্টারনেট এক্সপ্লরাল ব্যাবহার করেন তাহলে f12 চাপুন তাহলে ডেভলপার টুল আসবে।




তখন ctrl+b চাপুন তাহলে আপনার সেলেকশান মুড ওপেন হবে। ও সার্চ বক্সে pasword টাইপ করুন তাহলে দেখবেন আপনার পাসওয়ার্ড টি হলুদ চিহ্নের মধ্যে দেখা যাবে।

Read more ...

ক্রম ব্রাউজারের অজানা সব তথ্য । পর্ব ২

Thursday
গত পোস্টে আমরা গোগল ক্রমের কিছু অজানা তথ্য দেখেছিলাম। আজকের পোস্টে আমরা আরও কিছু মজাদার অজানা তথ্য জানবো ক্রম ব্রাউজার সম্পর্কে।
১।আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন?
আপনি যদি ব্রাউজারে দীর্ঘ দিন ধরে আপনার পাসওয়ার্ড টি “remember me”দিয়ে রাখেন ও আপনি যদি আপনার পাসওয়ার্ড টি ভুলে গিয়ে থাকেন তাহলে ক্রম ডেভ টুল আপনার মনে করিয়ে দিবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আসুন দেখেনেই কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড টি ফিরে পেতে পারেন।ctrl+shift+i চাপুন তাহলে দেভ টুল আসবে। সেখান থেকে আপনি পাসওয়ার্ড ইনপুটের জাইগাই টেক্সট লিখুন তাহলে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন নিচের চিত্রটি লক্ষকরুন।


২।ওয়েব পেজ কে এডিট করুন
আমরা অনেকেই ওয়েব পেজ এডিট করতে চাই কিন্তু পারিনা। সাধারনত ওয়েব পেজ এডিট করা যাইনা।এটা করাও অপরাধ। কিন্তু ডেভ টুল আপনাকে সে অসাধারন সুযোগটি দিচ্ছে। আসুন দেখি কিভাবে ওয়েব পেজকে এডিট করাযাই।ডেভ টুল টি ওপেন করুন ও কসল প্যানেলে গিয়ে এটি লিখুন document.body.contenteditable=true তাহলে আপনার পেজটি এডিট উপজগি হবে।


৩।ক্রম একটি  ক্যালকুলেটর
ডেভ টুল ব্যাভহারের মাধ্যমে আপনি ক্রম ব্রাউজারটি কে ক্যালকুলেটর হিসেবে কাজ করাতে পারেনশুধু ক্যালকুলেটরইনয় আপনি সাধারন গানিতিক সমস্যাও সমাধানও করতে পারবেন।আরও আছে দুটি নির্দিষ্ট তারিখের মাঝে কতটি দিন থাকে তা আপনি ডেভ টুলের সাহাজ্জে হিসাব করতে পারবেন। নিচের চিত্রটি দেখুন

৪। ওয়েব পেজ সম্পর্কিত তথ্য জানুন

আপনি ডেভ টুলের মাধ্যমে ওয়েবপেজ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। ধরুন আপনি জানতে চাচ্ছেন যে ওয়েবপেজের সাথে কতগুল ওয়েবসাইট লিঙ্ক করা আছে। এভাবে টাইপ করুন-urls = $$('a'); for (url in urls) console.log ( urls[url].href ); নিচের চিত্রটি দেখুন

Read more ...

গুগলের কিছু অজানা সেবা

Monday



আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগল সবাই ব্যবহার করি। গুগলের আরও কিছু জনপ্রিয় সেবা আছে যেমন ক্রম ব্রাউজার,গোগল ড্রাইভ, গোগল প্লাস, অর্কুট ইত্যাদি। কিন্ত এগুলো ছাড়াও গুগলের আরও কিছু সেবা আছে যেগুলো আমাদের অনেকের কাছেই অজানা। আজকের পোস্টে আমরা গুগলের কিছু অজানা সেবার কথা জানবো।
Read more ...

গোগল ক্রমের কিছু অসাধারন ফিচার যেটি আপনি জানেন না।পর্ব ১

Monday

গোগলের পণ্য হিসেবে ক্রম ব্রাউজার বিশ্ব ব্যাপী যেমন সমাদ্রিত তেমনি জনপ্রিয়ও বটেতার কারন ক্রম একটি অসাম ব্রাউজার।ব্রাউজার টির যত টুকু ফেসিলিটি আমরা বাইরে  থেকে দেখি তার থেকেও বেশি কিছু আছে এর ভিতরে যেটা আমরা অনেকেই জানিনা বলেই সেবা গুলো নিতে পারি না।
ক্রম ব্রাউজার এর ভিতরে রাখা এই সেবা সমুহ কে “ডেভালপার টুল” বা সঙ্খেপে “ডেভ” টুল বলা হয়। ডেভলেপের টুল নাম শুনে আপনি হয়তো আতকে উঠবেন, হয়তো ভাবছেন এই টুল ব্যাবহার করতে হয়তো আপনাকে ওয়েব ডেভলেপের হতে হবে, না আপনা কে ডেভলেপার হতে হবে না। এই ডেভলেপার টুল কে নন ডেভলাপের টুল বলা হয়, অর্থাৎ ডেভলেপার নন ডেভলপার সকলেই এখান থেকে সেবা পেতে পারে।
Read more ...

আই ফোনের অপারেটিং সিস্টেমের(আইওএস)আদ্দপান্ত

Monday




আইওএস কি?
আইওএস একটি মোবাইল অপারেটিং সিস্টেম যেটা অ্যাপেল কম্পানি তৈরি করেছে।এটার আসল নাম ছিল আইফন ওএস।কিইন্তু জুন ২০০৯ এ এটার নাম পরিবর্তন করে আইওএস করা হয়েছে।
আইওএস কোথায় ব্যাবহার করা হয়?
এই অপারেটিং সিস্টেম টি মুলত অ্যাপেল কম্পানি নির্মিত পণ্য গুলতে ব্যাবহার করাহয়, যেমন আইফোন,আইপ্যাড,আইপড ইত্তাদি। বর্তমানে আইওএস পরিচালিত প্রাই ৬০ কটি পণ্য রয়েছে।
কম্পুউটার অপারেটিং সিস্টেম ও আইফোন অপারেটিং সিস্টেমের ভিতর পার্থক্য কি?
আধুনিক কম্পুউটার অপারেটিং সিস্টেমের মত আইওএস এ (GUI)graphical user interface ব্যাবহার করা হয়েছে যাতে প্রোগ্রাম গুলো সহজ ভাবে নিওন্ত্রন ও ব্যাবহার করা যায়।আইওএস কে টাচ স্ক্রীনে ব্যাবহার করার উপজগি করা হয়েছে যাতে অ্যাপস গুলো সহজ ভাবে এক টাচে খুলে বা টাচের ফলে নতুন উইন্ডো খুলে যায়যেহেতু আইওএস কে ডিজাইন করা হয়েছে সহজ ভাবে তাই সাধারন অপারেটিং সিস্টেমের সকল সুভিদা এতে পাওয়া যাবে না, যেমন ফাইল ও ফোল্ডার ম্যানেজ করতে পারবেন না আবার যদিও অ্যাপস পারফরমেন্স এতে জোরদার করা হয়েছে তারপরও একাধিক প্রোগ্রাম একসাথে রান করলে আপনি একটি মাত্র প্রোগ্রাম দেখতে পারবেন।
আইওএস এর ধারাবাহিকতা
আইওএস এর প্রথম ভার্সনটি ছিল আইওএস-২ যেটি প্রথম রিলিজ হয়েছিল ১১ জুলাই ২০০৮।আইওএস-২ ভার্সন টি যে মডেলে ব্যাবহার করা হয়েছিল সেটি হোল Apple-iphone/501.347 যাই হোক তারপর থেকে আইওএস এর নতুন-নতুন ভার্সন বার হচ্চে, সর্বশেষ আইওএস-৭ রিলিজ হলো এ বছরের ১৮ই সেপ্তম্বর।আইওএস এর ধারাবাহিকতা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আইওআস-৭ এর স্পেসাল ফিচার
কন্ট্রোল সেন্টার- দৈনন্দিন কাজে যে সব অ্যাপ এবং কন্ট্রোল সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেগুলো সহজে এবং দ্রুত ব্যবহারের সুবিধা দেবে কন্ট্রোল সেন্টার এখান থেকে সহজে অ্যাপ চালু করা যাবে
নোটিফিকেশন সেন্টার-আরেকটি উল্লেখযোগ্য হচ্ছে নোটিফিকেশন সেন্টার এর মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন কাজের নোটিফিকেশন পাবেন নোটিফিকেশন সেন্টারে পর্দার নিচের দিকে সুইপ করার মাধ্যমে নোটিফিকেশন সেন্টারে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা 
মাল্টিটাস্কিং সুবিধা -নতুন ওএসে নতুন অভিজ্ঞতার মাল্টিটাস্কিং সুবিধা এনেছে অ্যাপল আগের সংস্করণের চেয়ে আইওএস -এর মাল্টিটাস্কিং সুবিধাটি আরও উন্নত করেছে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে
ক্যামেরা-আইওএস - ক্যামেরায় বিশেষ সুবিধা এনেছে অ্যাপল ক্যামেরা অ্যাপটি এখন স্থির এবং ভিডিওচিত্রের পাশাপাশি প্যানোরমা এবং বর্গাকার ছবি তুলতে সক্ষম সুইপের মাধ্যমে যেকোনো কিছু ছবি তোলা এবং ফিল্টারের মাধ্যমে ছবিতে পরিবর্তন আনা সম্ভব
সাফারি-ব্রাউজার সাফারিতে আনা হয়েছে নতুন পরিবর্তন, সুন্দর আউট লুকিং ও ভিন্নধর্মী অনুভুতি আনা হয়েছে আইওআস-৭ এ।
আইওস সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন।

Read more ...

আপনার ইয়া হু মেইল কে আরো সুরক্ষিত করুন

Monday
যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ইমেল ব্যাবহার করা হয়। বাক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি যোগাযোগের সময় ইমেইলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে থাকি। তাই ইমেলের নিরপত্তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বড়-বড় ইমেইল সেবা দানকারি কম্পানি গুলো তাদের গ্রাহকদের ইমেলকে আর নিরাপত্তা দান করার জন্য নানা রকম বাবস্থা নিচ্ছে। বর্তমানে “encryption বাবস্থা ওয়েব মেইলকে আর নিরাপত্তা দান করেছে। বর্তমানে জি-মেইল ও আউট লুক তাদের ইমেলের নিরাপত্তার জন্য এই বাবস্থা গ্রহন করেছে।
সাম্প্রতিক কালে ইয়া-হু HTTPS(hyper text transport secure) ব্যাবহার করে তাদের ইমেলকে সুরক্ষিত করার চেষ্টা করছে।আগামি ৮ জানুয়ারি ২০১৪ ইয়াহু HTTPS  বাবস্থা কে সবার জন্য উন্মুক্ত করে দিবে। কিন্ত আপনি যদি তার আগেই আপনার ইমেল  কে HTTPS বাবস্থার মাধ্যমে সুরক্ষিত করতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে, আসুন জেনে নেই কিভাবে আপনি আপনার মেইল কে HTTPS বাবস্থার মাধ্যমে সুরক্ষিত করতে পারবেন
আপনার ইয়াহু ওয়েব সাইটে যান ও মেইল একাউনট ওপেন করুন,উপরের ডান পাশে গিয়ার চিহ্নে ক্লিক করুন ও সেটিংসে যান-

এরপর সিকুইরিটি অপসানে যান ও HTTPS বক্স টিকে টিক দিয়ে ওকে করুন ও সেভ বাটনে ক্লিক করুন।

 এরপর আপনার মেইল টি রিলোড হবে, এরপর আপনার মেইলটি আরো সুরক্ষিত হবে।

এভাবে আপনি আপনার মেইলকে আর সুরক্ষিত করতে পারেন, পোস্ট টি পড়ে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।


Read more ...

গোগলের লোগো পরিবর্তন করুন সহেজে

Saturday
 আমরা যারা গোগল সার্চ ইঞ্জিন ব্যাবহার করি, প্রাই দেখি যে গোগলের লোগো পরিবর্তন হয়ে নানা রকম ছবি বা লোগো দেখাযায়।কেন এমন হয় আপনি জানেন কি?অনেকেই হয়তো জানেন না। পরিবর্তিত এই লোগো গুলো কে গোগল ডুডল  বলা হয়। এই গোগল ডুডল বিশ্বের বিভিন্ন স্থানের এতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বার্ষিকী,বিখ্যাত শিল্পি ও বিজ্ঞানি দের স্মরণকরার জন্য গোগল ডুডল স্বতঃস্ফূর্ত ভাবে গোগল এর অরিজিনাল লোগো কে পরিবর্তন করে এই সমস্ত লোগো দ্যাখায়ে থাকে। গোগল ডুডল এর আছে এক বিশাল সংগ্রহশালা যেখান থেকে আপনি আপনার পসন্দ মত লোগো টিকে বানেতে পারেন আপনার গোগল লোগো হিসাবে।
জনপ্রিয় ডুডল হল গোগলক্রমের একটি বর্ধিতঅংশ যেটি গোগল লোগো পরিবর্তনে সাহায্য করে। এসব করার জন্য আপনাকে “ক্রম ওয়েবষ্টোর ইন্সটল করতে হবে।


 ইন্সটল করারপর গোগল সার্চইঞ্জিনের লোগোর উপর ক্লিক করলে আপনাকে ডুডল লাইব্রেরিতে নিয়ে যাবে বা আপনি এখান হতে সরাসরি ডুডল লাইব্রেরিতে যেতে পারবেন।
এবার আপনার পসন্দের লোগোটি নির্বাচন করুন ও লোগোর নিচে লেখা “make this my favorite ” বাটনে ক্লিক করুন


 এরপর গোগল হমপেযজে এ যান বা আপনার ক্রম ব্রাউজারের হমপেজ যদি গোগল করাথাকে তাহলে আপনি নিউ ট্যাব ওপেন করলে দেখবেন আপনার প্রিয় লোগো টি গোগল লোগো হিসাবে সেট হয়ে গেছে।
এভাবে আপনি গোগলের লোগো কে পরিবর্তন করতে পারেন। আসা করি পোস্ট টি পরে ভাল লেগেছে। ভালোলাগলে মন্তব্য করবেন।
Read more ...

মোবাইল ফোন এর দাম দশ মিলিয়ন পাউন্ড !!

Friday

প্রজুক্তির আজব এই দুনিয়াই সখের বসে মানুস কত কিছুই না করে, কেউ সখের বসে বা কেউ প্রতিযগিতার জন্য করে, আবার কেউ ক্ষমতা ও অর্থের দাম্ভিকতা প্রকাশ করার  জন্য করে। তৃতীয় বিশ্বের দেশ গূলো তে প্রজুক্তি এখোনো অনেক মানুষের কাছে ধরা ছেয়ার বাইরে অপর দিকে উন্নত বিশ্ব চলছে ধনকুবের দের প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতার রেশ চোলে চলছে আই ফোনে কোম্পানি গুলতে ফলে তৈরি হচ্ছে বহু মূল্যবান মোবাইল ফোণ। আসুন দেখে নেই কিছু দামি আই ফোণ ও তার ফিচার সম্পর্কে।
Amosu Couture Gold Swarovski iphone 5

এই লাক্সারি আই ফোন টির মূল্য ২৯৯৯ পাউন্ড। এই ফোন টি ২৪ ক্যারেট মিরর গোল্ড দিয়ে মোড়া। ফোনটির সাইড বাটন গুলো ৬০০ Swarovski ক্রিস্টাল পাথর দিয়ে করা।এই ফোন টি যদি আপনার কাছে যথেষ্ট না মনেহয় তাহলে আপনি অন্য ফোন গুলো দেখতে পরেন।
Continental iphone 5 rose Gold Collection

আপনি যদি মনে করেন যে শুধু গোল্ডই আপনার কাছে পছন্দনিও নয় তাহলে আপনি এই ফোন গুলো দেখতে পারেন।এটি রোজ গোল্ড দিয়ে মোড়া যেটি আপনাকে দিবে হালকা গোলাপি আভা শুধু তাইনয় এটির কিনারা গুলো হিরা দিয়ে কাজ করা। ফোনটির দাম রাখা হয়েছে ১২৪৯৯ পাউন্ড।
Gold Genie Solid Gold Superstar iphone 5s

“Work of Art ” এটিই হল এই আই ফোনের স্লোগান। স্বর্ণখচিত কারুকার্যময় ফোনটির দাম রাখা হয়েছে ৪৮০০০ পাউন্ড। হীরার চাহিদা মেটানো হয়েছে এতে বিশুদ্ধ স্বর্ণ দারা।বিশুদ্ধ ১৮ ক্যারেট স্বর্ণদারা তৈরি এর কেইসিংটি। ফোনটিতে রক্ততিম চেরি আভা বাহির হয় যখন আপনি এটি কথাও রাখবেন।
Gresso Time Machine iphone4

আই ফোন ৪ কে যারা তুচ্ছ মনে করেন তাদের চমক দেবার জন্য আসছে এই আই ফোন টি, অসাধারন আই ফোনের ব্যাক সাইডটি ডাইমণ্ড কটেড গ্লাস দ্বারা তৈরি। এতে ৬ টা শহরের সময় দেওয়া  থাকে, অসাধারন ফোন টি কাছে থাকলে আপনি কখন আপনার বিজনেস টাইম মিস করবেন না। এটির দাম রাখা হয়েছে ৩৭০০ পাউন্ড
Stuart Hughes Black Diamond iphone 5  

এটি বিশ্বের সবচেয়ে দামি ফোন।১০ মিলিয়ন পাউন্ড দামের ফোন টি তৈরি হয়েছে বিশুদ্ধ ১০০ গ্রাম খাটি স্বর্ণ দ্বারা, সাথে আছে ৬০০ সাদা হিরা,২৬ ক্যারেট কালো  হিরা।দুষ্প্রাপ্য কিছু পাথর এতে বসানো হয়েছে যেমন Opal, Rutile Quartz, polished Bone ।এটার টাচ স্ক্রীন টি তৈরি হয়েছে Sapphir Glass দ্বারা।
আই ফোন সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।    
Read more ...