পাসওয়ার্ড মনে নাই ?

Thursday

আপনি দীর্ঘ দিন ধরে একটা ব্রাউজার ব্যাবহার করে যাচ্ছেন, আপনার মেইল বা অন্য কোন গুরুত্বপূর্ণ সাইটের পাসওয়ার্ড মনে থাকে না বলে “remember me ”দিয়ে রেখেছেন,দীর্ঘ দিন পর আপনার পাসওয়ার্ড টি কিছিল তা মনে নাই। তাহলে উপাই? উপাই তো আছেই। আপনি সহজেই আপনার হারান পাসওয়ার্ডটি দেখতে পারবেন।
আপনি যদি ক্রম ব্রাউজার ব্যাবহার করেন তাহলে আপনার মেইলের লগইন পেজে যান ও ctrl+shift+I চাপুন, তাহলে ক্রম ডেভ টুল আসবে, এই ক্রম টুলের সাহায্যে আপনি আপনার পাসওয়ার্ড টি দেখতে পারবেন। নিচের চিত্রটি দেখুন...



আপনি যদি ইন্টারনেট এক্সপ্লরাল ব্যাবহার করেন তাহলে f12 চাপুন তাহলে ডেভলপার টুল আসবে।




তখন ctrl+b চাপুন তাহলে আপনার সেলেকশান মুড ওপেন হবে। ও সার্চ বক্সে pasword টাইপ করুন তাহলে দেখবেন আপনার পাসওয়ার্ড টি হলুদ চিহ্নের মধ্যে দেখা যাবে।

No comments: