আই ফোনের অপারেটিং সিস্টেমের(আইওএস)আদ্দপান্ত

Monday




আইওএস কি?
আইওএস একটি মোবাইল অপারেটিং সিস্টেম যেটা অ্যাপেল কম্পানি তৈরি করেছে।এটার আসল নাম ছিল আইফন ওএস।কিইন্তু জুন ২০০৯ এ এটার নাম পরিবর্তন করে আইওএস করা হয়েছে।
আইওএস কোথায় ব্যাবহার করা হয়?
এই অপারেটিং সিস্টেম টি মুলত অ্যাপেল কম্পানি নির্মিত পণ্য গুলতে ব্যাবহার করাহয়, যেমন আইফোন,আইপ্যাড,আইপড ইত্তাদি। বর্তমানে আইওএস পরিচালিত প্রাই ৬০ কটি পণ্য রয়েছে।
কম্পুউটার অপারেটিং সিস্টেম ও আইফোন অপারেটিং সিস্টেমের ভিতর পার্থক্য কি?
আধুনিক কম্পুউটার অপারেটিং সিস্টেমের মত আইওএস এ (GUI)graphical user interface ব্যাবহার করা হয়েছে যাতে প্রোগ্রাম গুলো সহজ ভাবে নিওন্ত্রন ও ব্যাবহার করা যায়।আইওএস কে টাচ স্ক্রীনে ব্যাবহার করার উপজগি করা হয়েছে যাতে অ্যাপস গুলো সহজ ভাবে এক টাচে খুলে বা টাচের ফলে নতুন উইন্ডো খুলে যায়যেহেতু আইওএস কে ডিজাইন করা হয়েছে সহজ ভাবে তাই সাধারন অপারেটিং সিস্টেমের সকল সুভিদা এতে পাওয়া যাবে না, যেমন ফাইল ও ফোল্ডার ম্যানেজ করতে পারবেন না আবার যদিও অ্যাপস পারফরমেন্স এতে জোরদার করা হয়েছে তারপরও একাধিক প্রোগ্রাম একসাথে রান করলে আপনি একটি মাত্র প্রোগ্রাম দেখতে পারবেন।
আইওএস এর ধারাবাহিকতা
আইওএস এর প্রথম ভার্সনটি ছিল আইওএস-২ যেটি প্রথম রিলিজ হয়েছিল ১১ জুলাই ২০০৮।আইওএস-২ ভার্সন টি যে মডেলে ব্যাবহার করা হয়েছিল সেটি হোল Apple-iphone/501.347 যাই হোক তারপর থেকে আইওএস এর নতুন-নতুন ভার্সন বার হচ্চে, সর্বশেষ আইওএস-৭ রিলিজ হলো এ বছরের ১৮ই সেপ্তম্বর।আইওএস এর ধারাবাহিকতা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আইওআস-৭ এর স্পেসাল ফিচার
কন্ট্রোল সেন্টার- দৈনন্দিন কাজে যে সব অ্যাপ এবং কন্ট্রোল সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেগুলো সহজে এবং দ্রুত ব্যবহারের সুবিধা দেবে কন্ট্রোল সেন্টার এখান থেকে সহজে অ্যাপ চালু করা যাবে
নোটিফিকেশন সেন্টার-আরেকটি উল্লেখযোগ্য হচ্ছে নোটিফিকেশন সেন্টার এর মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন কাজের নোটিফিকেশন পাবেন নোটিফিকেশন সেন্টারে পর্দার নিচের দিকে সুইপ করার মাধ্যমে নোটিফিকেশন সেন্টারে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা 
মাল্টিটাস্কিং সুবিধা -নতুন ওএসে নতুন অভিজ্ঞতার মাল্টিটাস্কিং সুবিধা এনেছে অ্যাপল আগের সংস্করণের চেয়ে আইওএস -এর মাল্টিটাস্কিং সুবিধাটি আরও উন্নত করেছে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে
ক্যামেরা-আইওএস - ক্যামেরায় বিশেষ সুবিধা এনেছে অ্যাপল ক্যামেরা অ্যাপটি এখন স্থির এবং ভিডিওচিত্রের পাশাপাশি প্যানোরমা এবং বর্গাকার ছবি তুলতে সক্ষম সুইপের মাধ্যমে যেকোনো কিছু ছবি তোলা এবং ফিল্টারের মাধ্যমে ছবিতে পরিবর্তন আনা সম্ভব
সাফারি-ব্রাউজার সাফারিতে আনা হয়েছে নতুন পরিবর্তন, সুন্দর আউট লুকিং ও ভিন্নধর্মী অনুভুতি আনা হয়েছে আইওআস-৭ এ।
আইওস সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন।

No comments: