গোগলের লোগো পরিবর্তন করুন সহেজে

Saturday
 আমরা যারা গোগল সার্চ ইঞ্জিন ব্যাবহার করি, প্রাই দেখি যে গোগলের লোগো পরিবর্তন হয়ে নানা রকম ছবি বা লোগো দেখাযায়।কেন এমন হয় আপনি জানেন কি?অনেকেই হয়তো জানেন না। পরিবর্তিত এই লোগো গুলো কে গোগল ডুডল  বলা হয়। এই গোগল ডুডল বিশ্বের বিভিন্ন স্থানের এতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বার্ষিকী,বিখ্যাত শিল্পি ও বিজ্ঞানি দের স্মরণকরার জন্য গোগল ডুডল স্বতঃস্ফূর্ত ভাবে গোগল এর অরিজিনাল লোগো কে পরিবর্তন করে এই সমস্ত লোগো দ্যাখায়ে থাকে। গোগল ডুডল এর আছে এক বিশাল সংগ্রহশালা যেখান থেকে আপনি আপনার পসন্দ মত লোগো টিকে বানেতে পারেন আপনার গোগল লোগো হিসাবে।
জনপ্রিয় ডুডল হল গোগলক্রমের একটি বর্ধিতঅংশ যেটি গোগল লোগো পরিবর্তনে সাহায্য করে। এসব করার জন্য আপনাকে “ক্রম ওয়েবষ্টোর ইন্সটল করতে হবে।


 ইন্সটল করারপর গোগল সার্চইঞ্জিনের লোগোর উপর ক্লিক করলে আপনাকে ডুডল লাইব্রেরিতে নিয়ে যাবে বা আপনি এখান হতে সরাসরি ডুডল লাইব্রেরিতে যেতে পারবেন।
এবার আপনার পসন্দের লোগোটি নির্বাচন করুন ও লোগোর নিচে লেখা “make this my favorite ” বাটনে ক্লিক করুন


 এরপর গোগল হমপেযজে এ যান বা আপনার ক্রম ব্রাউজারের হমপেজ যদি গোগল করাথাকে তাহলে আপনি নিউ ট্যাব ওপেন করলে দেখবেন আপনার প্রিয় লোগো টি গোগল লোগো হিসাবে সেট হয়ে গেছে।
এভাবে আপনি গোগলের লোগো কে পরিবর্তন করতে পারেন। আসা করি পোস্ট টি পরে ভাল লেগেছে। ভালোলাগলে মন্তব্য করবেন।

No comments: