ক্রম ব্রাউজারের অজানা সব তথ্য । পর্ব ২

Thursday
গত পোস্টে আমরা গোগল ক্রমের কিছু অজানা তথ্য দেখেছিলাম। আজকের পোস্টে আমরা আরও কিছু মজাদার অজানা তথ্য জানবো ক্রম ব্রাউজার সম্পর্কে।
১।আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন?
আপনি যদি ব্রাউজারে দীর্ঘ দিন ধরে আপনার পাসওয়ার্ড টি “remember me”দিয়ে রাখেন ও আপনি যদি আপনার পাসওয়ার্ড টি ভুলে গিয়ে থাকেন তাহলে ক্রম ডেভ টুল আপনার মনে করিয়ে দিবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আসুন দেখেনেই কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড টি ফিরে পেতে পারেন।ctrl+shift+i চাপুন তাহলে দেভ টুল আসবে। সেখান থেকে আপনি পাসওয়ার্ড ইনপুটের জাইগাই টেক্সট লিখুন তাহলে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন নিচের চিত্রটি লক্ষকরুন।


২।ওয়েব পেজ কে এডিট করুন
আমরা অনেকেই ওয়েব পেজ এডিট করতে চাই কিন্তু পারিনা। সাধারনত ওয়েব পেজ এডিট করা যাইনা।এটা করাও অপরাধ। কিন্তু ডেভ টুল আপনাকে সে অসাধারন সুযোগটি দিচ্ছে। আসুন দেখি কিভাবে ওয়েব পেজকে এডিট করাযাই।ডেভ টুল টি ওপেন করুন ও কসল প্যানেলে গিয়ে এটি লিখুন document.body.contenteditable=true তাহলে আপনার পেজটি এডিট উপজগি হবে।


৩।ক্রম একটি  ক্যালকুলেটর
ডেভ টুল ব্যাভহারের মাধ্যমে আপনি ক্রম ব্রাউজারটি কে ক্যালকুলেটর হিসেবে কাজ করাতে পারেনশুধু ক্যালকুলেটরইনয় আপনি সাধারন গানিতিক সমস্যাও সমাধানও করতে পারবেন।আরও আছে দুটি নির্দিষ্ট তারিখের মাঝে কতটি দিন থাকে তা আপনি ডেভ টুলের সাহাজ্জে হিসাব করতে পারবেন। নিচের চিত্রটি দেখুন

৪। ওয়েব পেজ সম্পর্কিত তথ্য জানুন

আপনি ডেভ টুলের মাধ্যমে ওয়েবপেজ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। ধরুন আপনি জানতে চাচ্ছেন যে ওয়েবপেজের সাথে কতগুল ওয়েবসাইট লিঙ্ক করা আছে। এভাবে টাইপ করুন-urls = $$('a'); for (url in urls) console.log ( urls[url].href ); নিচের চিত্রটি দেখুন

No comments: