গুগলের কিছু অজানা সেবা

Monday



আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগল সবাই ব্যবহার করি। গুগলের আরও কিছু জনপ্রিয় সেবা আছে যেমন ক্রম ব্রাউজার,গোগল ড্রাইভ, গোগল প্লাস, অর্কুট ইত্যাদি। কিন্ত এগুলো ছাড়াও গুগলের আরও কিছু সেবা আছে যেগুলো আমাদের অনেকের কাছেই অজানা। আজকের পোস্টে আমরা গুগলের কিছু অজানা সেবার কথা জানবো।
ডেফিনেশান
আপনি কোন কিছুর সঙ্গা খোজার চেষ্টা করছেন কিন্ত পাচ্ছেননা।কোন সমস্যা নেই গোগল বন্ধু আছে আপনার পাশে। গোগল সার্চ বক্সে এভাবে টাইপ করুন “define ......।” ফাকা স্থানে আপনি যেটা খুজতে চাচ্ছেন তা লিখুন তাহলে আপনি আপনার কাঙ্খিত সঙ্গা পেয়ে যাবেন।
লোকাল সার্চ
আপনি কোন বিশেষ এলাকার সম্পর্কে জানতে চাচ্ছেন। ধরুন আপনি ঢাকার মহাখালি এলাকার রেস্টুরেন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে টাইপ করুন “resturent mohakhali”তাহলে আপনি মহাখালি এলাকার রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারবেন।
আবহাওয়া সম্পর্কে জানুন
আপনি কোন বিশেষ এলাকের আজকের আবহাওয়া সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহইলে সার্চ বক্সে টাইপ করুন “weather jessor” তাহলে আপনি যশোর এলাকের আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন।
ক্যালকুলেটর
হাতের কাছে ক্যালকুলেটর নাই কিন্তু হিসাব করতে হবে, নো প্রব্লেম গোগল বন্ধু আছেনা গুগল সার্চ বক্সে আপনার সংখা গুলো টাইপ করুন এভাবে ৫০+৫০=? তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।
বিমানের ফ্লাইট সম্পর্কে জানুন
আপনি বিদেশ যাবেন আপনার ফ্লাইট ঠিক-ঠাক মত আছে কিনা জেনে নিন গোগল বন্ধুর কাছ থেকে। আপনার ফ্লাইট নাম্বার ও এয়ার লাইনের নাম দিন তাহলে আপনি আপনার ফ্লাইট সম্পর্কিত তথ্য পাবেন। এভাবে টাইপ করুন  “delta 123”
পিডিএফ ফাইল খোজ করুন
আপনি নেট থেকে শুধুমাত্র পিডিএফ ফাইল খোজ করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেননা। আপনি এভাবে টাইপ করুন “......:pdf” ফাকা স্থানে আপনিযেটা খুজতে চাচ্ছেন তা লিখুন তাহলে আপনি শুধুমাত্র পিডিএফ ফাইল পাবেন
লিঙ্ক দেখুন
আপনি কোন ওয়েবসাইটের সাথে অন্য কত গুলো সাইট লিঙ্ক করা আছে তা দেখতে চাচ্ছেন তাহলে এভাবে টাইপ করুন “link:http://www.computerhope.com”তাহলে আপনি একটি নির্দিষ্ট পেজের সাথে লিঙ্ককরা সাইট গুলো দেখতে পারবেন।

No comments: