আপনার ইয়া হু মেইল কে আরো সুরক্ষিত করুন

Monday
যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ইমেল ব্যাবহার করা হয়। বাক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি যোগাযোগের সময় ইমেইলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে থাকি। তাই ইমেলের নিরপত্তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বড়-বড় ইমেইল সেবা দানকারি কম্পানি গুলো তাদের গ্রাহকদের ইমেলকে আর নিরাপত্তা দান করার জন্য নানা রকম বাবস্থা নিচ্ছে। বর্তমানে “encryption বাবস্থা ওয়েব মেইলকে আর নিরাপত্তা দান করেছে। বর্তমানে জি-মেইল ও আউট লুক তাদের ইমেলের নিরাপত্তার জন্য এই বাবস্থা গ্রহন করেছে।
সাম্প্রতিক কালে ইয়া-হু HTTPS(hyper text transport secure) ব্যাবহার করে তাদের ইমেলকে সুরক্ষিত করার চেষ্টা করছে।আগামি ৮ জানুয়ারি ২০১৪ ইয়াহু HTTPS  বাবস্থা কে সবার জন্য উন্মুক্ত করে দিবে। কিন্ত আপনি যদি তার আগেই আপনার ইমেল  কে HTTPS বাবস্থার মাধ্যমে সুরক্ষিত করতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে, আসুন জেনে নেই কিভাবে আপনি আপনার মেইল কে HTTPS বাবস্থার মাধ্যমে সুরক্ষিত করতে পারবেন
আপনার ইয়াহু ওয়েব সাইটে যান ও মেইল একাউনট ওপেন করুন,উপরের ডান পাশে গিয়ার চিহ্নে ক্লিক করুন ও সেটিংসে যান-

এরপর সিকুইরিটি অপসানে যান ও HTTPS বক্স টিকে টিক দিয়ে ওকে করুন ও সেভ বাটনে ক্লিক করুন।

 এরপর আপনার মেইল টি রিলোড হবে, এরপর আপনার মেইলটি আরো সুরক্ষিত হবে।

এভাবে আপনি আপনার মেইলকে আর সুরক্ষিত করতে পারেন, পোস্ট টি পড়ে ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।


No comments: